0
 
আসলে আমি অনেকগুলো লাইভ স্কোরবোর্ড দেখছি কিন্তু সবার মধ্য থেকে এটি সবচেয়ে বেশি আলাদা, কেননা আগে যে সব স্কোরবোর্ড ব্যবহার করছি সেগুলো ছিল শুধু একবার যেটা আসে সেটা এবং আবার লোডিং দিলে পরবর্তী স্কোর আসে ঐ রকম, কিন্তু এটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং সব থেকে আলাদা তাই আপনি আপনার সাইট বা ব্লগে যখন এটি যুক্ত করবেন তখন পেজ একবার লোডিং হলে হবে তারপর প্রতি বলে বলে আপডেট হবে পেজ লোডিং ছাড়াই, তাই এটি মজার এবং খুবই ভাল একটা লাইভ স্কোরবোর্ড। বেশি কথা বলে ফেলালাম এইবার কাজের কথায় আসি- প্রথমে নিচের লাইভ ডেমো লেখা ইমেজটিতে কিক করে আমার ব্লগের হোম পেজের নিচের দিক এর ডেমো দেখে আসুন

http://itmaxbd.blogspot.com/
দেখা শেষ হলে এইবার নিচের দেয়া লিঙ্কে কিক করে ওই সাইটে চলে যান
http://livecricket.sulekha.com/cricket/widgets.html

                                                এখানে কি্লক করুন 
এখন সাইটে প্রবেশ করে আপনি নিচের চিত্রের মত অপশন দেখতে পাবেন

এরপর সেখান থেকে Widgets এ কিক করুন, এরপর আপনি নিচের চিত্রের মত অপশন দেখতে পাবেন
সেখানে আপনি বিভিন্ন সাইজ এবং ডিজাইনের স্কোরবোর্ড দেখতে পাবেন এবং পাশের একটা বক্সে এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট কোড দেখেতে পাবেন এইবার সেখান থেকে কোডগুলো কপি করে আপনার ব্লগ বা ওয়েবসাইটে যুক্ত করে নিন। অথবা আপনি চাইলে আমার ব্লগে যে স্কোরবোর্ডটি দেখেছেন সেটি যুক্ত করতে চাইলে নিচের কোডগুলো কপি করে আপনার ব্লগ বা ওয়েসাইটে যুক্ত করে নিতে পারেন, তাহলে আমার টার মতই হবে আপনার স্কোরবোর্ডটা
<script>
 app="livecricket.sulekha.com"; mo="h1"; nt="undefined";   wi ="n";
 co ="4"; ad="1";
</script>
<script type="text/javascript" src="http://livecricket.sulekha.com/cricket/widgets/script/scoreWidgets.js?cver=3-0-1-8.366736192150111738"></script>
আজ এই পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন, আইটিম্যাক্সবিডির সাথেই থাকুন, যে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন

Comments
0 Comments

Post a Comment

পোস্টটি ভাল লাগলে একটি কমেন্ট পোস্ট করুন এবং শেয়ার করে আপনার বন্দুদের ও জানার সুযোগ করে দিন

 
Top