0
জনপ্রি ব্রাউজার এর মধ্যে  “Mozilla Firefox” 
আমার জানামতে বহুল প্রচলিত আর আমরা সেটি নিয়মিত ব্যবহার করছি..আর প্রতিনিয়ত ব্যবহৃত ব্রাউজারটিতে যদি আমার মাতৃভাষা এলোমেলো দেখায় তাহলে বলুন তো মেজাজ টা কেমন খারাপ হয়…যেমনটি আমার হয়েছে এই তো অনেক খুজাখুজির পর নিজেই বের করে ফেললাম এর সহজ সমাধান তবে এটা টিক যে এর সমাধান আগে ও আছে এই জনপ্রিয় ব্লগে কিন্তু তা বিষদ এবং একটু ঝামেলা টাইপের..আমরা তো চাই সবসময় সহজ ভাবে যে কোন কিছু করতে তাই আমি বের করলাম সহজ সমাধান..কঠিন কিছু না..ও অন্যদিকে চলে যাচ্ছি এবার কাজের কথায় আসি প্রথমে আপনার কাছে যদি এই “Siyamrupali“  ফন্টটি না থাকে তাহলে নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন………
ডাউনলোড লিঙ্ক………   Click Here
ধরে নিলাম ফন্টটি আপনার আছে বা সঠিকভাবে ডাউনলোড করতে পেরেছেন তাহলে ফন্টটি কপি করে নিচের দেয়া নিয়ম অনুযায়ী ফন্ট ফোল্ডারে পেস্ট করুন
Start>Settings>Control Panel>Fonts          OR
Start>Run>Fonts>ok>
পেস্ট হয়ে গেলে কোজ করে বেরিয়ে আসুন এবং মজিলা ফায়ারফক্স ওপেন করুন তারপর টুলবার অপশন থেকে Tools>Options>এ কিক করুন এরপর যে window টি আসবে সেটিতে Content কিক করে Font বক্স এর ড্রপডাউন মেনুতে কিÍক করে Siyamrupali ফন্ট সিলেক্ট করে বেরিয়ে আসুন অথবা নিচের চিত্রের মত কাজ করে বেরিয়ে আসুন
                  
 কাজ শেষ হলে ফায়ারফক্স রিস্টার্ট করে দেখুন আমাদের মাতৃভাষা কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে ও ফন্ট সাইজটা একটু বারিয়ে দিবেন এই ধরুন ২০/২৫….

Comments
0 Comments

Post a Comment

পোস্টটি ভাল লাগলে একটি কমেন্ট পোস্ট করুন এবং শেয়ার করে আপনার বন্দুদের ও জানার সুযোগ করে দিন

 
Top